যশোর শহরের দড়াটানায় সোমবার রাত ১১টার দিকে প্রকাশ্যে এক জনপ্রতিনিধিকে মারধর করে অপহরণের চেষ্টা চালায় একটি সংঘবদ্ধ চক্র। স্থানীয়দের তৎপরতায় দুই অভিযুক্ত হাতেনাতে আটক হলেও, প্রাইভেটকার নিয়ে আরও কয়েকজন পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, গাড়িতে অস্ত্র ও মাদক ছিল।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর বরাত দিয়ে জানা গেছে, চৌগাছার জাল ব্যবসায়ী আব্দুল জব্বার জসিম ও ৬নং মহেশপুরের কাজীরবের ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলামসহ আরও দু’জন ভৈরব হোটেলে খেতে আসেন। খাওয়াদাওয়ার সময় শফিকুল বলেন, তাকে অপহরণের চেষ্টা করা হচ্ছে এবং তার হত্যা করার পরিকল্পনা রয়েছে। পরে জসিমসহ তাদের সঙ্গে থাকা কয়েকজন তাকে বেধড়ক মারধর শুরু করে এবং প্রাইভেটকারে তুলে নেওয়ার চেষ্টা করে।
স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। পরে কোতোয়ালি থানা পুলিশ তাদের হেফাজতে নেয়। তদন্তে জানা গেছে, শফিকুলের অভিযোগ, জসিম মাছ ধরার জাল ও ফেনসিডিল ব্যবসায় জড়িত এবং তাকে হত্যার উদ্দেশ্য নিয়ে ডেকে আনা হয়েছিল।
কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের হেফাজতে নিয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।

