যশোরে সড়ক দুর্ঘটনায় ফারাবি আবির (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে সদর উপজেলার হাশিমপুর বেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফারাবি আবির আরএন রোড থেকে ব্যক্তিগত কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তিনি হেলমেট পরেননি। পথিমধ্যে হাশিমপুর বেলতলা এলাকায় অজ্ঞাতনামা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন তিনি।
খবর পেয়ে কোতোয়ালী মডেল থানার স্পেশাল মোবাইল ডিউটি টিম তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আবিরকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহত ফারাবি আবির কনেজপুর গ্রামের বাসিন্দা। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে

