যশোর শহরের বড়বাজারের এস এম রোডে ছুরিকাঘাতে সাকিব রহমান (২৮) নামে এক দোকানকর্মী গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহত সাকিব সুজলপুর গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে। তিনি বড়বাজারের “আপন সু” নামের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানান, অজ্ঞাতপরিচয় তিন দুষ্কৃতকারী পেছন থেকে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে সাকিবের শরীরে অন্তত ছয় স্থানে আঘাত করে।
তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত হামলাকারীদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। আহতের অবস্থা ও আইনি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

