যশোরের শার্শা থানার গোড়পাড়া এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ এক নৈশ প্রহরীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম হোসেন আলী (৬৭)। তিনি স্থানীয় গোড়পাড়া বাজারের নৈশ প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং মৃত আরশাদ আলীর ছেলে।
শার্শা থানা পুলিশ জানায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সোনানদিয়া এলাকার গোড়পাড়া বাজারে অভিযান চালানো হয়। এ সময় হোসেন আলীকে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে হোসেন আলী স্বীকার করেছেন যে তিনি নৈশ প্রহরীর দায়িত্বের আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিলেন। আটক আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।।

