আধুনিক রাষ্ট্রের মূল শর্ত সৎ নেতৃত্ব

আরো পড়ুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর ওলামা বিভাগের উদ্যোগে “আধুনিক ও কল্যাণ রাষ্ট্রের রূপকার বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাজশাহী চেম্বার অব কমার্স ভবনে এ আলোচনা সভা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, “আধুনিক ও কল্যাণ রাষ্ট্র গঠনের প্রধান শর্ত হলো সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা। আল্লাহর রাসূল (সা.) ছিলেন সেই নেতৃত্বের অনন্য প্রতীক। তার আদর্শই আমাদের পথ নির্দেশনা এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি।”

তিনি আরও উল্লেখ করেন, “আল্লাহর রাসূল (সা.) সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আধুনিক রাষ্ট্র ব্যবস্থার রূপকার। আল্লাহ প্রদত্ত বিধানের আলোকে তিনি যে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেটাই প্রকৃত নীতি। জাতির কল্যাণে আমাদের সেই পথ অনুসরণ করা জরুরি।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ডা. মাওলানা কেরামত আলী। সঞ্চালনা করেন মহানগরী উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা রুহুল আমিন।

মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. বেলাল হোসাইন। এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অ্যাড. আবু মোহাম্মদ সেলিম, রাজশাহী সদর-২ আসনের এমপি প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার এবং তালিমুল কোরআন বিভাগের সেক্রেটারি মাওলানা ইয়াহিয়া।

আরো পড়ুন

সর্বশেষ