পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আগামীকাল শনিবার (৬ সেপ্টেম্বর) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমসহ বন্দরের অভ্যন্তরীণ সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিকভাবে চলবে।
বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, প্রিয় নবী হজরত মোহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় দুই দেশের ব্যবসায়ীদের সমন্বয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) থেকে আগের নিয়মে পুনরায় বাণিজ্য শুরু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, “আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবে পারাপার করতে পারবেন। যাত্রীদের সুষ্ঠু ও নিরাপদ পারাপারের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।”
হিলি স্থলবন্দর বাংলাদেশের দিনাজপুর জেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সীমান্ত বন্দর, যা ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার সঙ্গে সরাসরি বাণিজ্যিক সংযোগ স্থাপন করে। বন্দরটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, খাদ্যপণ্য, শিল্প সামগ্রী ও বিভিন্ন আমদানি-রপ্তানি পণ্যের জন্য পরিচিত।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, ধর্মীয় উৎসব বা সরকারি ছুটিতে বন্দর সাময়িকভাবে বন্ধ থাকা ব্যবসায়িক সমঝোতার অংশ। এতে পণ্য সরবরাহে বড় ধরনের সমস্যা হয় না, কারণ ব্যবসায়ীরা আগেই প্রস্তুতি নিয়ে রাখেন।
রোববার থেকে আবার স্বাভাবিকভাবে বাণিজ্য শুরু হলে দুই দেশের মধ্যে পণ্য পরিবহন ও ব্যবসায়িক লেনদেন আগের মতো সচল থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

