চৌগাছায় কর্মচারি মালিকের ৩ লাখ টাকা ও মোবাইল নিয়ে পালিয়েছে

আরো পড়ুন

যশোরের চৌগাছা বাজারে শয়ন ট্রেডার্সের কর্মচারি আক্তার হোসেন মালিক আতিকুর রহমান লেন্টুর ৩ লাখ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়েছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে।

মালিক আতিকুর রহমান লেন্টু চৌগাছা থানায় অভিযোগ করেছেন। তিনি জানান, আক্তার হোসেন তার কর্মচারী। বৃহস্পতিবার আক্তার হোসেন তাকে বলা অনুযায়ী চৌগাছা বাজারের সোনালী ব্যাংকের পাশে মের্সাস হাফিজ মল্লিক ট্রেডার্স থেকে ৩ লাখ টাকা আনার জন্য যায়। সেখানে থেকে নগদ টাকা এবং মালিকের স্যামসাং বাটন মোবাইল নিয়ে পালায়। পরবর্তীতে আতিকুর রহমান বহুবার তার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু মোবাইলটি বন্ধ ছিল।

আতিকুর রহমান জানিয়েছেন, আক্তার হোসেনকে ধরিয়ে দিতে পারলে পুরুস্কার দেওয়া হবে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, টাকা ও মোবাইল নিয়ে পালানোর ঘটনায় আক্তার হোসেনকে আটকের চেষ্টা চলছে।

আরো পড়ুন

সর্বশেষ