নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে তা প্রতিহত করবে গণতন্ত্রকামী মানুষ”

আরো পড়ুন

যশোর প্রতিনিধি

যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতা মিজানুর রহমান খান বলেছেন, আগামী সংসদ নির্বাচনকে ঘিরে কোনো ধরনের ষড়যন্ত্র হলে দেশের গণতন্ত্রকামী মানুষ তা প্রতিহত করবে।

তিনি বলেন, “সরকার ঘোষিত আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র হতে পারে। কিন্তু জনগণই প্রকৃত ক্ষমতার মালিক, তাই এ ধরনের কোনো অপচেষ্টা সফল হবে না।”

বুধবার বিকেলে চৌগাছা উপজেলার মুক্তির মোড়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম।

মিজানুর রহমান খান আরও বলেন, অন্তবর্তীকালীন সরকারের ছত্রছায়ায় স্বৈরাচারের দোসররা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এর কারণেই এখনো জনগণ তাদের কাঙ্ক্ষিত ভোটাধিকার ফিরে পায়নি। তিনি দাবি করেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত হলেই দেশে শান্তি ফিরবে।

তিনি বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে আগামী বাংলাদেশ হবে “সবার বাংলাদেশ”। যারা নিজেদের নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী মনে করেন, তাদের স্মরণ রাখতে হবে নিরঙ্কুশ ক্ষমতা একমাত্র মহান আল্লাহর।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “বিএনপি গণতন্ত্রের দল, মুক্তিযোদ্ধাদের দল এবং জনগণের পাশে দাঁড়ানোর দল। তাই বিএনপির কর্মী হয়ে গর্বিত হতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ হাসান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, অ্যাডভোকেট আলী বুদ্দিন খান, সাবেক আহ্বায়ক জহুরুল ইসলাম, যুবদল আহ্বায়ক এমএ মান্নান, কৃষক দলের সভাপতি আজগার আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান এবং ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকি।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কৃষক দলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিক।

আরো পড়ুন

সর্বশেষ