ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে ভোটকর্মী প্যানেল গঠনে তৎপর ইসি

আরো পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রয়োজনীয় কর্মকর্তা প্যানেল তৈরির কাজে নেমেছে নির্বাচন কমিশন (ইসি)। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের জন্য ৩০ অক্টোবর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছে সংস্থাটি।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক চিঠি সব জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। চিঠিতে স্পষ্টভাবে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসার নিয়োগের জন্য প্রয়োজনীয় প্যানেল তৈরি করতে হবে।

এ লক্ষ্যে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি অফিস ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গ্রেড বা শ্রেণিভিত্তিক কর্মকর্তা-কর্মচারীর তালিকা সংগ্রহে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে সেই তালিকার ভিত্তিতে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য ভোটকর্মীর প্যানেল গঠন করবে ইসি।

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। এজন্য প্রয়োজনীয় মানবসম্পদ নিশ্চিত করতে সংস্থাটি ইতোমধ্যে কার্যক্রম দ্রুততর করেছে

আরো পড়ুন

সর্বশেষ