রাজশাহীর গোদাগাড়ীতে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ইমরান (২৬)কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-৫ জানায়, ইমরান হরিশংকরপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে। প্রায় ছয় মাস আগে ভিকটিমের স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। এরপর তিনি স্থানীয় একটি প্রতিষ্ঠানে চাকরি শুরু করেন। সেই সময়ে তার সঙ্গে পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে ইমরানের।
গত ২২ জুলাই ভিকটিম ইমরানের চাচার বাড়ি ভাড়া নেন। পরে ২ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে ইমরান সেখানে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম পরে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করেন।
মামলার পর থেকে ইমরান পলাতক ছিলেন। তাকে ধরতে র্যাব-৫ তদন্ত শুরু করে। পরে র্যাব-৫ (সিপিএসসি রাজশাহী) ও র্যাব-৮ (সিপিসি-২ মাদারীপুর) যৌথ অভিযানে শরীয়তপুরের পালং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর ইমরানকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, সন্ত্রাস, মাদক, অস্ত্র, ছিনতাইসহ সকল অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

