বেনাপোল (যশোর) সংবাদদাতা: যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তের চরের মাঠ থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৯টার দিকে ভারতসংলগ্ন ইছামতি নদীর পাড়ে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে নদীর পাড়ে যুবকের লাশ দেখতে পান। এসময় লাশের শরীরে আঘাতের চিহ্ন লক্ষ্য করা যায়। পরে তারা বিষয়টি দ্রুত পুলিশকে অবহিত করেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবককে হত্যার পর সীমান্ত এলাকায় ফেলে রাখা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে সীমান্ত এলাকায় অজ্ঞাত লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই মনে করছেন, সীমান্ত এলাকায় অপরাধ চক্রের সক্রিয়তার সঙ্গে এ ঘটনার যোগসূত্র থাকতে পারে।

