যশোরে পারিবারিক বিরোধে তরুণী আহত

আরো পড়ুন

যশোর শহরের উপশহর এলাকায় পারিবারিক বিরোধের জেরে এক ভয়ঙ্কর ঘটনার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কামরুন্নাহার মিম (১৭) নামের এক কিশোরীকে তাঁর আত্মীয়রা মারধর করে আহত করে।

স্থানীয়রা পরিস্থিতি লক্ষ্য করে দ্রুত তার উদ্ধার করেন এবং তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে কামরুন্নাহার মিম মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, তার অবস্থা আশঙ্কামুক্ত, তবে তিনি পর্যবেক্ষণে আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এই মারধরের পেছনে মূল কারণ ছিল পারিবারিক মতবিরোধ। পুলিশ ও সামাজিক সংগঠনগুলো এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে নজরদারি ও সতর্কতা অবলম্বনের জন্য স্থানীয় জনগণকে সতর্ক করেছেন।

এই ঘটনায় থানায় অভিযোগ দাখিলের বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, তারা প্রাথমিকভাবে বিষয়টি খতিয়ে দেখছেন এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেবেন। স্থানীয়রা আশা করছেন, পরিবারিক বিরোধ দ্রুত সমাধান হবে এবং ভুক্তভোগী কিশোরী সুস্থ হয়ে ফিরে আসবেন।

 

আরো পড়ুন

সর্বশেষ