যশোরের বেনাপোল পৌরসভার ৮নং ওয়ার্ডের ছোট আঁচড়া গ্রামে মিজানুর রহমান (৪২) নামের এক কসাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে দুর্বৃত্তরা মিজানুর রহমানকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। পরে হত্যাকারীরা তার লাশ বাড়ির উঠানে ফেলে রেখে পালিয়ে যায়। সকালে পরিবারের সদস্য ও এলাকাবাসী লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তবে হত্যার কারণ ও জড়িতদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পূর্বশত্রুতার জের হতে পারে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।
এ হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।?

