যশোরে সাপের দংশনে ফাহিম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফাহিম যশোর সদরের রামনগর ইউনিয়নের সিরাজসিঙ্গা উত্তরপাড়ার আজিজুর রহমানের ছেলে। সে স্থানীয় কুয়াদা স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
ছেলেটির চাচা মো. শাহাজান হোসেন জানান, ভোর ৩টার দিকে ফাহিম চিৎকার করলে তারা তাকে দেখতে যান। ওই সময় ফাহিম বলেছিল, “লম্বা কী যেন আমাকে কামড়িয়েছে, খুব জ্বলছে।” প্রথমে তারা ভেবেছিলেন এটি কোনো বিষাক্ত পোকা হতে পারে। পরে অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আশিক শিশুটিকে সকাল সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

