অভয়নগরের ধোপাদী ৩ নম্বর ওয়ার্ড থেকে বুধবার যৌথ বাহিনীর বিশেষ অভিযান চালিয়ে স্থানীয় আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল মজুমদারকে আটক করা হয়েছে।
প্রাথমিকভাবে তাঁর বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ জানা যায়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত প্রক্রিয়া এখনও চলমান। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

