শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত অন্তত ১০

আরো পড়ুন

রাজধানীর শাহবাগে বুধবার (২৭ আগস্ট) দুপুরে তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে। ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শিক্ষার্থীরা হোটেল আউটগেটে অবস্থান নেন। পুলিশ মোড়টি দখল করে তাদের সরানোর চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে, এতে অন্তত ১০ জন শিক্ষার্থী এবং কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো—

  • ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ উপাধি ব্যবহার না করা।
  • ডিপ্লোমা প্রকৌশলীদের নবম গ্রেডে পদোন্নতি না দেওয়া।
  • দশম গ্রেডে চাকরিতে শুধুমাত্র স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।

সংঘর্ষের পর ইন্টারকন্টিনেন্টাল মোড় ও শাহবাগ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যান চলাচল ব্যাহত হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।

আরো পড়ুন

সর্বশেষ