যশোরে র‌্যাবের হাতে ১১৩ পিস ট্যাবলেটসহ দুই যুবক আটক

আরো পড়ুন

যশোরে র‌্যাবের হাতে ১১৩ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করা হয়েছে। আটকরা হলেন, শহরের পুরাতন কসবা এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে সাব্বির হোসেন রিয়াদ (২৭) এবং বেজপাড়া এলাকার মৃত মুকুল দেবনাথের ছেলে শুভ দেবনাথ (২৯)।

র‌্যাব জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে আরবপুরে চেকপোস্ট বসানো হয়। চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে মোটরসাইকেলে পালবাড়ির দিকে যাওয়ার সময় তাদের থামানোর জন্য সিগন্যাল দিলে তারা মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়।

আটকের সময় তাদের পকেট তল্লাশি করে ১১৩ পিস ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ