চার মাসের বিরতির পর বেনাপোল বন্দরে চাল আমদানি শুরু

আরো পড়ুন

চার মাসের বিরতির পর যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় চাল আমদানি পুনরায় শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভারত থেকে আসা ৯টি ট্রাকে মোট ৩১৫ মেট্রিক টন মোটা চাল বন্দরে প্রবেশ করে।

বেনাপোল বন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স হাজী মুছা করিম অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী আব্দুস সামাদ জানান, মঙ্গলবার থেকে ভারতীয় পেট্রাপোল বন্দরে ৯টি ট্রাক চাল আমদানির জন্য অপেক্ষা করছিল। চাল বন্দরে প্রবেশ করার পর বেনাপোল কাস্টমসে বিল অব এন্ট্রি জমা দিয়ে ছাড় প্রক্রিয়া শুরু করা হয়। বর্তমানে আরও ৮৫টি ট্রাক চাল আমদানি জন্য ভারতের বন্দরে অপেক্ষমাণ রয়েছে। তবে সরকারিভাবে আমদানি করা মোট চালের তালিকা এখনও প্রকাশ করা হয়নি। চলতি বছরের সর্বশেষ ভারতীয় চাল বেনাপোল দিয়ে ১৫ এপ্রিল আমদানি করা হয়েছিল।

বেনাপোল স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান বলেন, “চার মাসের বিরতির পর চাল আমদানি পুনরায় শুরু হয়েছে এবং আরও অনেক ট্রাক অপেক্ষমাণ।” বেনাপোল উদ্ভিদ সংরক্ষণ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, আমদানি হওয়া চালের নমুনা পরীক্ষা-নিরীক্ষার পর দ্রুত ছাড়করণ নিশ্চিত করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ