শার্শায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

আরো পড়ুন

যশোরের শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রাম সংলগ্ন মালশাকুড় ব্রিজের নিচ থেকে খায়রুল ইসলাম (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। খবরটি স্থানীয়রা ভাসমান মরদেহ দেখে পুলিশকে জানান।

পরিবার ও এলাকাবাসী জানিয়েছেন, খায়রুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে ডাক্তার দেখাতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন, এরপর আর ফিরে আসেননি। শুক্রবার দুপুর আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। দীর্ঘদিন ধরে খায়রুল ইসলাম মানসিক সমস্যায় ভুগছিলেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

আরো পড়ুন

সর্বশেষ