যশোরের মনিরামপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ১৩ বছর বয়সী স্কুলছাত্রী হোসনা ইন (ইফফা) নিহত হয়েছেন। এ ঘটনায় তার মা ও বাবা গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত প্রায় ১০:৩০ টার দিকে উপজেলার বিজয়রামপুর খৈয়তলা এলাকায়।
পরিবারের বরাত দিয়ে জানা গেছে, কেশবপুর থেকে প্রাইভেটকারে যশোর শহরের পথে যাওয়ার সময় একটি অজ্ঞাত পরিচয়ের কভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দিলে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। এতে গাড়িতে থাকা নড়াইলের সদর উপজেলার ইফফা, তার বাবা গিয়াস আহমেদ সোহেল ও মা স্বপনীল ইসলাম গুরুতরভাবে আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে রাত ১১:১৫ টায় উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক রাত ১১:৫৫ টায় ইফফাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বাবা-মায়ের চিকিৎসা চলছে; স্বপনীল ইসলামকে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

