যশোরের শার্শায় গোগা সীমান্তে আটজন আটক

আরো পড়ুন

যশোরের শার্শার গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে সাতজন বাংলাদেশি নারী-পুরুষ ও একজন মানবপাচারকারী রয়েছেন।

আটককৃতরা হলেন— ফাহিমা খাতুন (২২), মমিনা বেগম (৩৫), জান্নাতুল ফেরদৌস (৩৯), সুবাশ বিশ্বাস (৬০), পিতো বিশ্বাস (৬২), অর্পনা বিশ্বাস (৪৩), সাধনা বিশ্বাস (৫৫) এবং পাচারকারী হাবিবুর রহমান (৩৩)। তারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোগা বিওপির টহলদল শার্শার সালামের মোড় এলাকায় সন্দেহভাজন কিছু ব্যক্তিকে ভারতে প্রবেশের চেষ্টা করতে দেখে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে টহলদল তাদের আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেন, বৈধ কাগজপত্র ছাড়াই তারা ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় পাচারকারী হাবিবুর রহমান নিজস্ব অটোরিকশায় তাদের সীমান্তে নিয়ে আসেন।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। পরবর্তীতে আটককৃতদের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর নজরদারি ও টহল জোরদার করেছে। পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে সচেতন করতে নিয়মিত প্রেষণা কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ