যশোর জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারগুলোর মধ্যে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক অনুমোদিত চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে জেলার ১৪টি পরিবারের মাঝে মোট ৫৮ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। নিহত ১১ পরিবার প্রত্যেকে ৫ লাখ টাকা এবং আহত ৩ পরিবার প্রত্যেকে ৩ লাখ টাকা পেয়েছেন।
জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, অনেক মানুষ সড়ক দুর্ঘটনার পর সঠিকভাবে মামলা দায়ের করেন না। এর ফলে সরকারি সহায়তা পাওয়া কঠিন হয়ে পড়ে। তিনি আরও জানান, সঠিকভাবে মামলা করলে এবং ডিজি রিপোর্ট সংরক্ষণ করলে সরকার থেকে আর্থিক সহযোগিতা পাওয়া সম্ভব। তিনি বলেন, যশোরে সড়ক দুর্ঘটনার হার বেশি, যা বিভাগীয় মিটিং-এও দেখা যায়। দুর্ঘটনা এড়াতে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ট্রাফিক নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া ফিটনেস বিহীন গাড়ি চলাচল বন্ধ করতে হবে।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, বিআরটিএ যশোরের সহকারি পরিচালক এ এস এম ওয়াজেদ হোসেন এবং মটর পরিদর্শক তারিক হাসান প্রমুখ।

