যশোরে গণ অধিকার পরিষদের জেলা কমিটিতে বিতর্কিত নিয়োগ ও অর্থ লেনদেনের অভিযোগে সাধারণ সম্পাদকের পদত্যাগ

আরো পড়ুন

যশোরে গণ অধিকার পরিষদের জেলা কমিটিতে নতুন নেতৃত্ব নিয়োগ এবং অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগকে কেন্দ্র করে সংগঠনের সাধারণ সম্পাদক শেখ ফরহাদ রহমান মুন্না পদত্যাগ করেছেন। রোববার বিকেলে নিজের ফেসবুক টাইমলাইনে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

শেখ মুন্না অভিযোগ করেছেন, জেলা কমিটিতে কোনো প্রকার আলোচনা ছাড়াই আবুল কালাম আজাদ নামে একজনকে সিনিয়র সহসভাপতি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার বিষয়ে তিনি অবগত ছিলেন না এবং ব্যক্তিগতভাবে চিনেনও না। এ সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে তিনি তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এছাড়া আসন্ন গণ সমাবেশকে কেন্দ্র করে ‘অসাধু আর্থিক লেনদেন’ চলছে বলেও তিনি অভিযোগ করেন। এসব কর্মকাণ্ডের দায়ভার তিনি নিতে চান না বলেই পদত্যাগ করেছেন বলে জানান।

উল্লেখ্য, আগামী ২২ আগস্ট যশোর টাউন হল ময়দানে কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের উপস্থিতিতে একটি গণ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সময়ের মধ্যে সংগঠনের গুরুত্বপূর্ণ পদে এমন পদত্যাগে নেতাকর্মীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।

এ বিষয়ে গণ অধিকার পরিষদের বিভাগীয় সংগঠনিক সম্পাদক আশিক ইকবাল বলেন, কোনো ধরনের আর্থিক লেনদেন হয়নি। আবুল কালাম আজাদ একজন ত্যাগী নেতা, এজন্য তাকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে জেলা পর্যায়ের একাধিক নেতাকর্মী জানিয়েছেন, আবুল কালাম আজাদ পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। হঠাৎ করে গণ অধিকার পরিষদে যোগ দিয়ে তিনি যশোরের চারটি আসন থেকেই সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছেন। এতে করে দীর্ঘদিনের ত্যাগী নেতাদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ তৈরি হয়েছে

আরো পড়ুন

সর্বশেষ