যশোরে ডিবি পুলিশের অভিযানে চোরাই ইজিবাইক উদ্ধার, আটক ১

আরো পড়ুন

যশোরের কেশবপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে চোরাই একটি ইজিবাইক উদ্ধারসহ এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার সকাল ৮টা ৪৫ মিনিটে কেশবপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক যুবকের নাম আমানুল্লাহ সাগর রনি (২৮), তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরা ঘোনা গ্রামের গোলদারপাড়ার বাসিন্দা এবং শাহাবুদ্দিন গোলদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, যশোর কোতোয়ালি মডেল থানার কিসমত নওয়াপাড়ার বাসিন্দা আব্দুর হালিম (৫০) পেশায় ইজিবাইক ভাড়াদাতা। গত ১১ আগস্ট সকালে নয়ন নামের এক চালকের মাধ্যমে একটি হলুদ রঙের গ্লাসওয়ালা পুরাতন ইজিবাইক গ্যারেজ থেকে বের করা হয়। পরে গ্যারেজের পাশের সড়ক থেকে আমানুল্লাহ সাগর রনি প্রতারণার মাধ্যমে ইজিবাইকটি নিয়ে যায়।

পরে ডিবি পুলিশের অভিযানে কেশবপুর বাজার এলাকা থেকে রনিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইজিবাইকটি নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কেশবপুরের বেতীকোলা এলাকা থেকে চোরাই ইজিবাইকটি উদ্ধার করা হয়। আটক রনিকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।

 

আরো পড়ুন

সর্বশেষ