যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৫ আগস্ট) দিনব্যাপী বেনাপোল আইসিপি এবং রঘুনাথপুর বিওপি সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ টহলদল যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় গাঁজা, শাড়ি, পলিথিন, পোশাক সামগ্রী ও কসমেটিকসসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এসব জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৫৭ হাজার ৬৬০ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে বিশেষ পরিকল্পনার আওতায় নিয়মিতভাবে গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এই কার্যক্রমের অংশ হিসেবেই নিয়মিতভাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করছে বিজিবি।
তিনি আরও জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

