যশোরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে হামলা, ছয়জনের বিরুদ্ধে মামলা

আরো পড়ুন

যশোরের সদর উপজেলার এনায়েতপুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে এক পরিবারের তিন সদস্যকে মারধরের অভিযোগে আরেকটি পরিবারের ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে এনায়েতপুর গ্রামের বাসিন্দা হাসান মোল্লা এ মামলা করেন।

আসামিরা হলেন—একই গ্রামের মুক্তারের তিন ছেলে মিলন হোসেন, সেলিম হোসেন ও রাসেল, মিলনের দুই ছেলে ফাহিম ও মাহিম এবং সেলিমের স্ত্রী আছিয়া।

মামলার অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই বাদী ও আসামিদের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে গত ১০ আগস্ট দুপুরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হাসান মোল্লার বাড়িতে হামলা চালায় আসামিরা। তারা প্রথমে গালাগালি শুরু করলে বাধা দেন হাসান। এরপর একযোগে তাকে, তার স্ত্রী শিউলি ও বাবা মুজিবরকে এলোপাতাড়ি মারধর করে। বেঁশের লাঠি ও লোহার রড দিয়ে আঘাত করার পাশাপাশি হাসানের মাথায় কোপ মারায় তিনি গুরুতর আহত হন।

হামলার সময় আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কিছুটা সুস্থ হওয়ার পর হাসান মোল্লা থানায় গিয়ে মামলা করেন।

আরো পড়ুন

সর্বশেষ