যশোরের চৌগাছা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. নুর উদ্দীন আল মামুন হিমেলকে চেক ডিজঅনার মামলায় এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে চেকের সমপরিমাণ অর্থ ফেরতের নির্দেশও দেওয়া হয়েছে।
মামলাটির রায় ঘোষণা করেন যশোরের অতিরিক্ত যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত। ন্যাশনাল ব্যাংক (পিএলসি) চৌগাছা শাখার দায়ের করা মামলার শুনানি শেষে গত ২৫ জুন এ রায় ঘোষণা করা হয়।
ব্যাংকের চৌগাছা শাখার ব্যবস্থাপক মোস্তফা রহমান জানান, ইটের ব্যবসার জন্য হিমেল ব্যাংক থেকে ১ কোটি ৬০ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। আংশিক পরিশোধের পরও ১ কোটি ৩০ লাখ ৯০ হাজার ২০ টাকা বকেয়া থেকে যায়। বারবার নোটিশ দিয়েও অর্থ না পাওয়ায় হিমেল একটি চেক দেন, যা পর্যাপ্ত ব্যালেন্সের অভাবে ফেরত আসে।
এরপর ২০২০ সালে ব্যাংক কর্তৃপক্ষ চেক ডিজঅনারের অভিযোগে আদালতে মামলা দায়ের করে। রায় ঘোষণার আগে হিমেলের পক্ষ থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত সময় চেয়ে আবেদন করা হয় বলে ব্যাংক সূত্র জানিয়েছে।

