বাগেরহাট জেলা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আবু কামালের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে শহীদ জুলাই যোদ্ধাদের সমাধিতে ফুল দেওয়া নিয়ে ফেসবুকে ব্যঙ্গাত্মক মন্তব্য করার অভিযোগ উঠেছে। একইসাথে প্রকল্পে অর্থনৈতিক অনিয়ম, সংখ্যালঘুদের বাড়ি দখলসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সূত্র জানায়, আবু কামাল দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা শেখ হেলাল এবং তার ছেলে শেখ তন্ময়ের আস্থাভাজন হিসেবে পরিচিত। এই ঘনিষ্ঠ সম্পর্কের ফলেই ২০২০ সালে তাকে বাগেরহাট জেলা উন্নয়ন প্রকল্পের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি এককভাবে সিদ্ধান্ত গ্রহণ ও কার্যক্রম পরিচালনা করে আসছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, আবু কামাল তার প্রভাব খাটিয়ে এলাকায় গোপনে সম্পত্তি অর্জন করেছেন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বসতবাড়ি দখলের মতো কর্মকাণ্ডেও জড়িত রয়েছেন। তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তার বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এলজিইডির দুই কর্মকর্তা জানান, সম্প্রতি শহীদ জুলাই যোদ্ধাদের সমাধিতে ফুল দেওয়া হয়। এ বিষয়টি নিয়ে আবু কামাল সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য করেন, যা স্থানীয়ভাবে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
এছাড়াও, প্রকল্পের বিভিন্ন ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা ও ন্যায্যতা লঙ্ঘনের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। যদিও অভিযোগ সম্পর্কে বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগ করা হলেও আবু কামাল ফোন রিসিভ করেননি।
এ নিয়ে স্থানীয় সরকার মহলে ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

