যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন ও নিয়মিত মামলার ৩ জনসহ মোট ১১ জন আসামিকে আটক করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।
আটককৃতরা হলেন—নজরুল ইসলামের ছেলে মাসুদ (৪০), জমির হোসেনের ছেলে মোমিনুর (২১), আমজেদ হোসেনের ছেলে সোয়েব আক্তার (২৮), ইশরাত হোসেনের ছেলে মিয়ারাজ হোসেন (৩০), মৃত শহিদুল ইসলামের ছেলে নজরুল, সালাউদ্দিন শেখের ছেলে মাসুম শেখ (৩০), আনোয়ার হোসেনের ছেলে বাবু (৩০), মুনছুর আলীর ছেলে আবু সাঈদ ব্যাপারী (২৬), আকরম আলীর ছেলে রনি হোসেন (২৫), আহম্মদ আলীর ছেলে ইসমাইল হোসেন (২৬) এবং ইসমাইল হোসেনের ছেলে তৌহিদুল ইসলাম (২৪)। তারা সকলেই বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
সোমবার (১১ আগস্ট) দুপুরে পুলিশ জানায়, পোর্ট থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই ১১ জনকে আটক করা হয়। এরমধ্যে ৮ জনের বিরুদ্ধে আদালতের জিআর গ্রেফতারি পরোয়ানা ছিল এবং বাকি ৩ জন নিয়মিত মামলার আসামি।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

