মনিরামপুরে গরু চুরি: পুলিশের ধাওয়ায় পিকআপ ও গরু উদ্ধার, আহত ২ পুলিশ সদস্য

আরো পড়ুন

যশোরের মনিরামপুরে গরু চুরি করে পালানোর সময় পুলিশের ধাওয়ায় পিকআপভর্তি গরু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরচক্রের হামলায় খেদাপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই রইচ উদ্দিন ও কনস্টেবল নাছির আহত হয়েছেন। সোমবার ভোরে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, খেদাপাড়া এলাকার বাসিন্দা আজগার আলীর একটি গরু চুরি করে চারজনের একটি চোরচক্র পিকআপযোগে পালানোর চেষ্টা করছিল। টহলরত অবস্থায় এএসআই রইচ উদ্দিন ও অপর এক পুলিশ সদস্য তাদের থামতে সংকেত দিলে, চোররা তাদের ওপর হামলা চালিয়ে পিকআপ নিয়ে পালিয়ে যায়।

পরে থানা পুলিশের ধাওয়ায় চোরেরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর এলাকায় পিকআপ ও গরু ফেলে রেখে পালিয়ে যায়। উদ্ধারকৃত গরু ও পিকআপ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

আহত দুই পুলিশ সদস্য মনিরামপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আরো পড়ুন

সর্বশেষ