রোববার (১০ আগস্ট) বিকেলে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকার পুলতাডাঙ্গা নামক স্থানে চলন্ত ট্রেন থেকে পড়ে তুহিন (৩২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত তুহিন কুষ্টিয়ার মিরপুর উপজেলার বালিয়া গ্রামের ধনী শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি পুলতাডাঙ্গার ১৩ নম্বর গেটের কাছে পৌঁছালে চলন্ত ট্রেন থেকে হঠাৎ করে তুহিন নিচে পড়ে যান। এ সময় স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তুহিনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি দুর্ঘটনা হতে পারে। তবে স্থানীয়দের অনেকে এ ঘটনাকে রহস্যজনক বলে মনে করছেন। তারা বলছেন, তুহিন নিজে অসাবধানতাবশত পড়ে গেছেন, নাকি কেউ তাকে ফেলে দিয়েছে—তা খতিয়ে দেখা দরকার। এ বিষয়ে সঠিক তদন্ত ও পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
উল্লেখ্য, ট্রেনটি খুলনা থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিল।

