যশোরে সুরাইয়া ইয়াসমিন নামে এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। যশোর সদর উপজেলার হাসিমপুর গ্রামের গৃহবধূ রহিমা খাতুন প্রথমে আদালতে মামলা দায়ের করলে আদালতের নির্দেশে শুক্রবার কোতোয়ালি থানা সেটি এজাহার হিসেবে গ্রহণ করে।
এজাহারে উল্লেখ করা হয়, গত ১৮ জুন সকাল ৭টার দিকে হাসিমপুর বাজার এলাকা থেকে সুরাইয়াকে অপহরণ করে নিয়ে যান খুলনার পাইকগাছা উপজেলার বারিডাঙ্গা গ্রামের মৃত বাবর আলীর ছেলে তৈয়বুর রহমান ছোট, তার ভাই আব্দুল হাকিম ও বোন চম্পা খাতুন।
বাদীর অভিযোগ, অভিযুক্তরা সংঘবদ্ধ অপহরণকারী চক্রের সদস্য। তার আশঙ্কা, মেয়েকে ভারতে পাচার করে পতিতালয়ে বিক্রি করেছে বা হত্যা করে লাশ গুম করেছে।

