ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন: প্রস্তুতি শুরু করেছে ইসি

আরো পড়ুন

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান উপদেষ্টার ঘোষণার ভিত্তিতে এ কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার (৬ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, “প্রধান উপদেষ্টা যে আনুষ্ঠানিক চিঠি দেওয়ার কথা জানিয়েছেন, আমরা খুব দ্রুত তা পাওয়ার আশা করছি।”

তিনি জানান, একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই কমিশনের মূল লক্ষ্য। এজন্য মিডিয়ার ভূমিকাকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

সিইসি আরও বলেন, “নির্বাচন সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করার জন্য এক মাস সময় বরাদ্দ রাখা হয়েছে। এই আলোচনা থেকে একটি সমন্বিত ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ গড়ে তোলার চেষ্টা করা হবে।”

নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ প্রসঙ্গে তিনি জানান, এতে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের প্রভাব যেন না পড়ে, সে লক্ষ্যে কঠোর নীতিমালা অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আগামী ১০ আগস্ট পর্যন্ত সীমানা সংক্রান্ত দাবি ও আপত্তি গ্রহণ করা হবে এবং শুনানির মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া ২২ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী উপকরণ কেনাকাটার কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে কমিশনের

আরো পড়ুন

সর্বশেষ