যশোরে টেস্ট ড্রাইভের নাম করে মোটরসাইকেল চুরি, থানায় মামলা

আরো পড়ুন

যশোর শহরের শংকরপুর বটতলার মোড়ে টেস্ট ড্রাইভের কথা বলে এক ব্যক্তি একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় ভুক্তভোগী তানভিরুল ইসলাম কোতোয়ালি থানায় প্রতারণা ও চুরির অভিযোগে মামলা দায়ের করেছেন।

তানভিরুল ইসলাম মনিরামপুর উপজেলার আমিনপুর গ্রামের বাসিন্দা। তিনি জানান, তার একটি ফেসবুক পেজ রয়েছে যেখানে তিনি একটি ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন দেখে ০১৭৫৪-৩২০৬৪৫ নম্বর থেকে এক ব্যক্তি মোটরসাইকেলটি কেনার আগ্রহ প্রকাশ করে এবং সেটি দেখতে চান।

গত ২ আগস্ট দুপুর ১২টার দিকে সেই ব্যক্তি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তানভিরুলের ভগ্নিপতির বাড়িতে যান। তিনি নিজেকে ক্রেতা পরিচয় দিয়ে টেস্ট ড্রাইভে মোটরসাইকেল চালানোর অনুমতি চান। অনুমতি পাওয়ার পর তিনি মোটরসাইকেলটি নিয়ে বের হন, কিন্তু আর ফিরে আসেননি।

পরে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে তানভিরুল ইসলাম থানায় মামলা করেন।

আরো পড়ুন

সর্বশেষ