যশোরে এনসিপির দোয়া মাহফিলে হামলা

আরো পড়ুন

যশোরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এনসিপির আয়োজিত দোয়া মাহফিলে হামলার অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) মধ্যরাতে এ মামলা করেন শংকরপুর এলাকার বাসিন্দা ও এনসিপির সদস্য আব্দুল সালাম খোকন (৫১)।

মামলায় তিনি তফসিডাঙ্গা গ্রামের মামুন, তার দুই ভাই মনিরুল ইসলাম, কামারুল ইসলাম এবং ওমর ফারুক বাবলুকে আসামি করেন। অভিযোগে বলা হয়, ওইদিন বিকেল ৫টার দিকে তফসিডাঙ্গা গ্রামে আয়োজিত দোয়া মাহফিলে অভিযুক্তরা ১০-১২ জন সহযোগী নিয়ে বাঁশ ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এতে খোকন ও বাবুর্চি রশিদ মারাত্মকভাবে আহত হন। দোয়া মাহফিলের চেয়ার-টেবিল ভাঙচুর করা হয় এবং খাবার নষ্ট করে দেওয়া হয়।

তবে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, হামলার পেছনে রাজনৈতিক কোনো বিষয় নয়, ইট বিক্রিকে কেন্দ্র করে বিরোধ থেকে এ ঘটনা ঘটে। মামুন ওই এলাকায় পুরোনো ও নতুন ইটের ব্যবসা করতেন, যা নিয়ে বিরোধের জেরে তাকে মারধর করে থানায় দেওয়া হয়।

চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই তাপস কুমার পাল জানান, মামলা গ্রহণের পর বুধবার সকালে আসামি মামুনকে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, আদালত প্রাঙ্গণে মামুনের পরিবারের সদস্যরা সংবাদমাধ্যমের কাছে হামলার অভিযোগ অস্বীকার করে বাদীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন।

বিষয়টি নিয়ে এনসিপির যশোর জেলা সংগঠক নুরুজ্জামান বলেন, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তার দাবি, আওয়ামী লীগ সদস্যরা দোয়া মাহফিলে বাধা দিলে স্থানীয়রা প্রতিরোধ গড়ে তোলে। এতে মামুন আহত হন এবং অন্যরা পালিয়ে যায়

আরো পড়ুন

সর্বশেষ