যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামি মনিরুল ইসলাম ও রাব্বি ইসলাম শুভ ওরফে ‘খুড়া শুভ’কে তিন কেজি গাঁজাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৫ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের রেলরোড ফুড গোডাউন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানটি পরিচালনা করেন ডিবির ওসি মঞ্জুরুল হক ভূঞার নেতৃত্বে এসআই বাবলা দাসসহ একটি দল।
ডিবি জানায়, মনিরুল ইসলাম ষষ্ঠিতলা বুনোপাড়ার আব্দুল খালেকের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক, মাদক ও চাঁদাবাজিসহ ১৬টি মামলা রয়েছে। আর রাব্বি ইসলাম শুভ রেলরোড ফুড গোডাউন মোড়ের রবিউল ইসলামের ছেলে। তার বিরুদ্ধেও ১৫টি মামলা চলমান।
এ সময় মনিরুলের কাছ থেকে দুই কেজি ও শুভর কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ডিবি কর্মকর্তারা জানান, গ্রেফতার হওয়া দুইজন দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, মাদক ব্যবসা ও চাঁদাবাজিতে জড়িত ছিল। তাদের গ্রেপ্তারে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।
পরে আটক দুজনকে আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

