‘তথ্য আপা’ প্রকল্পে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান

আরো পড়ুন

‘ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (দ্বিতীয় পর্যায়)’—এ প্রকল্পে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ‘জাতীয় মহিলা সংস্থা’ প্রকল্পটি বাস্তবায়ন করছে।

সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম অভিযানে অংশ নেয়। অভিযানের সময় প্রকল্প পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করে সংশ্লিষ্ট অভিযোগ নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদও করা হয়।

দুদক সূত্র জানিয়েছে, অভিযানকালে প্রকল্প ব্যয়ের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন নথি ও গুরুত্বপূর্ণ দলিল সংগ্রহ করা হয়েছে। এসব কাগজপত্র যাচাই-বাছাই করে এনফোর্সমেন্ট টিম কমিশনের কাছে একটি বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

প্রকল্পটির আওতায় দেশব্যাপী তথ্যকেন্দ্র স্থাপন, নারীদের ডিজিটাল প্রশিক্ষণ এবং সচেতনতামূলক নানা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তবে দীর্ঘদিন ধরে এর অর্থ ব্যবস্থাপনা ও ব্যয় নিয়ে নানা ধরনের অভিযোগ ও প্রশ্ন উঠে আসছিল।

 

আরো পড়ুন

সর্বশেষ