সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী এলাকায় অভিযান চালিয়ে বনদস্যু আসাবুর বাহিনীর দুই সক্রিয় সহযোগীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে উদ্ধার করা হয়েছে ৩টি একনালা বন্দুক, ১০ রাউন্ড তাজা গুলি, ৫ রাউন্ড ফাঁকা গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম।
বুধবার (৬ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বনদস্যু আসাবুর দলের সদস্যরা শরবতখালী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে দস্যুরা পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তাদের ধাওয়া করে। এক পর্যায়ে দুইজনকে আটক করা হয়।
আটকরা হলেন মো. বাদশা গাজী (৪৫) ও মেহেদী হাসান (২৭)। দুজনই খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, দীর্ঘদিন ধরে বনদস্যু আসাবুর দলে সক্রিয়ভাবে যুক্ত থেকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহসহ ডাকাতি কার্যক্রমে সহায়তা করে আসছেন।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এমন অভিযান নিয়মিত চলবে এবং বনাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর থাকবে।

