অস্ত্রের মুখে ব্যবসায়ীকে গর্তে পুঁতে ৪ কোটি টাকা আদায়ের অভিযোগ

আরো পড়ুন

যশোরের অভয়নগরে এক ব্যবসায়ীকে গর্তে পুঁতে রেখে অস্ত্রের মুখে ৪ কোটি টাকা আদায়ের অভিযোগ উঠেছে বিএনপির স্থগিত নেত্রী আসাদুজ্জামান জনি ও নওয়াপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন দপ্তরীর বিরুদ্ধে।

ভুক্তভোগী ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপুর স্ত্রী আসমা খাতুন ৩১ জুলাই রাজঘাট সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি জানান, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর ও ১৮ সেপ্টেম্বর দুই দফায় টিপুকে ডেকে নিয়ে মারধর করে গর্তে পুঁতে রেখে টাকা আদায় করা হয়। প্রথমে ২ কোটি, পরে আরও ২ কোটি টাকা দাবি করা হয়।

এর মধ্যে মফিজ উদ্দিনের ব্যাংক হিসাবে ১ কোটি টাকা পাঠানো হয় এবং ১ কোটি টাকার দুটি চেকও আদায় করা হয়।

আসমা খাতুন জানান, তার স্বামী নিরাপত্তার অভাবে এলাকা ছেড়েছেন। পরিবার চরম আর্থিক সংকটে রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জনির ফোন বন্ধ পাওয়া যায়, আর মফিজ ফোন কেটে দেন। তবে স্থানীয় একাধিক ব্যবসায়ী ও সাংবাদিক অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।

অভয়নগর থানার ওসি জানান, লিখিত অভিযোগ এখনো আসেনি, তবে মৌখিক অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।

আরো পড়ুন

সর্বশেষ