নির্বাচন পর্যন্ত দেশব্যাপী নিরাপত্তা অভিযান অব্যাহত থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আরো পড়ুন

নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে চলমান নিরাপত্তা অভিযান আগামী নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, “দেশের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার এখন অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই লক্ষ্যেই অভিযান চালিয়ে যাচ্ছে এবং নির্বাচন পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

সম্প্রতি সারা দেশে চলমান অভিযান নিয়ে জনমনে উদ্বেগ থাকলেও উপদেষ্টা জানান, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

৫ আগস্ট ঘিরে কোনো ধরনের শঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “৩ আগস্ট নিয়েও মানুষ আশঙ্কায় ছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই উন্নত হয়েছে, তবে এখনও কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি।”

দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই কিছু মহল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তবে সরকার সতর্ক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ