কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশ’-এর ইশতেহার ঘোষণা করবে এনসিপি

আরো পড়ুন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, আগামীকাল ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের ঘোষিত “নতুন বাংলাদেশ”-এর ইশতেহার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

শনিবার সকাল সাড়ে ৯টায় দলটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানানো হয়,

“আগামীকাল (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে। ইতিহাসের এই সন্ধিক্ষণে দেখা হচ্ছে আপনাদের সাথে।”

এর আগে, গত বুধবার (৩০ জুলাই) বিকেলে নরসিংদী পৌরসভার সামনে আয়োজিত এক পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একই ঘোষণা দেন। তিনি বলেন,

“৩ আগস্ট শহীদ মিনারে আমরা আমাদের ইশতেহার প্রকাশ করব। আপনারা সঙ্গে থাকলে আমাদের সব দাবিই বাস্তবায়িত হবে।”

এ সময় তিনি সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানান।

আরো পড়ুন

সর্বশেষ