যশোর জেনারেল হাসপাতালে নতুন করে ৫২ জন প্রশিক্ষণার্থী (ইন্টার্ন) চিকিৎসক তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াতের কাছে আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র জমা দেন তারা।
এই চিকিৎসকরা যশোর মেডিকেল কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্স সফলভাবে সম্পন্ন করেছেন এবং চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এক বছরের জন্য ইন্টার্নশিপে অংশ নিচ্ছেন। এ সময় হাসপাতালের সিনিয়র চিকিৎসকরাও উপস্থিত ছিলেন।
সরকারি নিয়ম অনুযায়ী এই এক বছর প্রশিক্ষণকালীন সময়ে তারা মাসিক ভাতা পাবেন। এ সময় রোগীদের সেবার পাশাপাশি তারা চিকিৎসা পেশায় নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ানোর সুযোগ পাবেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত বলেন, “নতুন ইন্টার্নদের যোগদানে চিকিৎসা সেবার গুণগত মান যেমন উন্নত হবে, তেমনি তারা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে একজন ভালো চিকিৎসক হয়ে ওঠার পথে এগিয়ে যাবেন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশেই চিকিৎসকদের জন্য এই ইন্টার্নশিপ বাধ্যতামূলক ধাপ।”
তিনি আরও বলেন, “প্রশিক্ষণকালীন সময়েই একজন চিকিৎসকের প্রকৃত প্রতিশ্রুতি ও দায়িত্ববোধের সূচনা হয়। এই সময় রোগীদের সেবায় যত বেশি শ্রম ও আন্তরিকতা দেওয়া যায়, তত বেশি সফলতা অর্জন করা সম্ভব।

