চাঁদপুরে কিস্তির টাকা নিয়ে পারিবারিক বিরোধ, চাচার মারধরে ভাতিজা নিহত

আরো পড়ুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ব্রাহ্মনচক গ্রামে এনজিও ঋণের কিস্তি পরিশোধকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় নিহত হন মাইনুদ্দিন (৩৫), তিনি স্থানীয় রুহুল আমিন সরকারের ছেলে।

পুলিশ জানায়, এনজিওর কিস্তি পরিশোধ নিয়ে চাচা ফারুক ও তার পরিবারের সঙ্গে মাইনুদ্দিনের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ফারুক, তার ছেলে ফয়সাল এবং পরিবারের অন্যান্য সদস্যরা মাইনুদ্দিনকে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় মাইনুদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফারুকের স্ত্রী মাফিয়া বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিহতের স্ত্রী মানছুরা বেগম বলেন, “আমার স্বামী চাচার পক্ষ থেকে নেওয়া এনজিও ঋণের প্রায় ৫০ হাজার টাকার কিস্তি পরিশোধ করেছিলেন। কিন্তু টাকা সরাসরি ফারুককে না দেওয়ায়, ফারুক ও তার ছেলে ফয়সাল আমার স্বামীকে পিটিয়ে হত্যা করেছে। আমি এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।”

এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা পারিবারিক কলহে এক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরো পড়ুন

সর্বশেষ