মহেশপুরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

আরো পড়ুন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের পলিয়ানপুর গ্রামে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। সোমবার (২৮ জুলাই) সকাল ১১টার দিকে গ্রামের পূর্বপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম জামাল হোসেন (২৬)। তিনি পলিয়ানপুর গ্রামের মোজাম্মেল হোসেন ওরফে মাজারুল ইসলামের ছেলে। ঘটনার পর অভিযুক্ত বড় ভাই উজ্জল হোসেন (৩২) পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, সোমবার সকালে উজ্জল একটি ছুরি দিয়ে পেয়ারা খাচ্ছিলেন। এ সময় জামাল ভাত খাচ্ছিলেন। বিষয়টি নিয়ে উজ্জল ক্ষোভ প্রকাশ করে বলেন, “তুই কাজ করিস না, শুধু বসে খাস।” এমন বাক্যবিনিময় থেকে শুরু হয় কথাকাটাকাটি। একপর্যায়ে উত্তেজিত হয়ে উজ্জল হাতে থাকা ছুরি দিয়ে জামালের বুকে ও পেটে আঘাত করেন। গুরুতর আঘাতে জামাল ঘটনাস্থলেই মারা যান।

পরে খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

মহেশপুর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কথাবার্তা থেকেই এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।”

আরো পড়ুন

সর্বশেষ