খুলনার পাইকগাছা উপজেলার একটি আবাসিক হোটেলের বাথরুম থেকে শেখ বদরুজ্জামান ওরফে বদু (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ জুলাই) সকালে হোটেল আল-মদিনার ২৮ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শেখ বদরুজ্জামান সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাপুর গ্রামের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোসলেহ উদ্দীনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হোটেলটিতে অবস্থান করছিলেন।
হোটেল সূত্রে জানা যায়, বদরুজ্জামান ২০১৫ সাল থেকে আল-মদিনা হোটেলের ২৮ নম্বর কক্ষটি ভাড়া নিয়ে থাকতেন। হোটেলের ম্যানেজার জসিম খান জানান, শনিবার রাত ১১টার দিকে সর্বশেষ তার সঙ্গে কথা হয়। এরপর রবিবার দিনভর তিনি রুম থেকে বের হননি। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কোনো সাড়া না পেয়ে তার ভাইপো সামিকে জানানো হয় এবং তাৎক্ষণিকভাবে থানায় খবর দেওয়া হয়।
নিহতের ভাইপো সামি জানান, “চাচা দীর্ঘদিন ধরে হার্ট ও ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। স্ত্রী ও সন্তান না থাকায় চিকিৎসার সুবিধার্থে তিনি হোটেলেই বসবাস করতেন।” পরে তিনি ঘটনাস্থলে এসে পুলিশের সহযোগিতায় দরজা খুলে ভেতরে প্রবেশ করে বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করেন।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইদ্রিসুর রহমান জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি স্বাভাবিক মৃত্যু। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।”

