যশোর সদর উপজেলার কোদালিয়া বাজার এলাকায় যাত্রীবাহী লোকাল বাসের চাকায় পিষ্ট হয়ে মারিয়া সুলতানা (১৩) নামে এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকাল ৯টার কিছু পর যশোর-মাগুরা সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আহত মারিয়া লেবুতলা ইউনিয়নের কোদালিয়া গ্রামের মাহবুব রহমানের মেয়ে এবং খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল মারিয়া। এ সময় যশোর থেকে ছেড়ে আসা একটি মাগুরাগামী লোকাল বাস কোদালিয়া বাজারে থামে। মারিয়া বাসে ওঠার চেষ্টা করতেই চালক বাসটি তাড়াহুড়ো করে চালিয়ে দিলে পেছনের চাকা তার কোমরের ওপর দিয়ে উঠে যায়। ঘটনাস্থলেই মারিয়ার শরীর গুরুতরভাবে ক্ষতবিক্ষত হয়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য বেলা ১২টার দিকে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
ঘটনার পরপরই শিক্ষার্থীদের মাঝে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দুর্ঘটনাকবলিত বাসটি ভাঙচুর করে এবং খাজুরা বাজার বাসস্ট্যান্ড এলাকায় যশোর-মাগুরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা পড়েন তীব্র দুর্ভোগে।
বেলা সাড়ে ১১টার দিকে কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালক ও হেলপারকে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
বিক্ষোভরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, যশোর-মাগুরা রুটের লোকাল বাসগুলোর মালিক ও সংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরে যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং তাড়াহুড়ো করে যাত্রী ওঠানোসহ নানা অনিয়ম করে আসছেন। তারা জানান, চালকরা হুডার মোড় পার হওয়ার পর খাজুরা পর্যন্ত বেপরোয়া গতিতে বাস চালান, আর হেলপাররা তাড়াহুড়ো করে যাত্রী ওঠানামা করান—ফলে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়।
শিক্ষার্থীরা প্রশাসনের প্রতি ১০ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, এসব দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুন্নাহার জানান, আহত শিক্ষার্থী মারিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানান।

