যশোরে   সুজলপুরে বড় ভাইয়ের হাতের ছোটবোন  খুন,

আরো পড়ুন

যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট বোনের করুণ মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকাল ১১টার পর এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শারমিন ছিলেন একই গ্রামের শিমুল হোসেনের স্ত্রী। অভিযুক্ত বড় ভাই খোকন কাশেম মোল্লার ছেলে এবং শারমিনের আপন ভাই বলে পুলিশ নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, খোকন ও শারমিনের পরিবার একই বাড়িতে ভাড়া থাকতেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে উত্তেজনা চলছিল। ঘটনার দিন খোকনের মেয়েকে শারমিনের স্বামী শিমুল চড় মারেন। এতে ক্ষুব্ধ হয়ে খোকন শিমুলের ওপর হামলা চালাতে যান।

একপর্যায়ে হাতে থাকা হাসুয়া দিয়ে কোপ মারতে গেলে শারমিন স্বামীকে বাঁচাতে এগিয়ে আসেন এবং সেই কোপে নিজেই গুরুতর আহত হন। দ্রুত তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষণ চিকিৎসার পরই তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং অভিযুক্ত খোকনকে আটকের চেষ্টা অব্যাহত রেখেছে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পারিবারিক বিরোধ থেকে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

আরো পড়ুন

সর্বশেষ