বাংলাদেশ পুলিশের নাগরিকবান্ধব সেবা কার্যক্রমের অংশ হিসেবে খুলনা ও বরিশাল বিভাগের সব জেলা এবং মহানগরের থানাগুলোতে চালু হচ্ছে অনলাইন সাধারণ ডায়েরি (জিডি) সেবা।
রোববার (২০ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২১ জুলাই) থেকে খুলনা ও বরিশাল রেঞ্জের আওতাধীন সব থানাসহ খুলনা ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের সকল থানায় অনলাইন জিডি সেবা চালু হচ্ছে।
সেবা গ্রহণের জন্য গুগল প্লে স্টোর থেকে ‘Online GD’ নামের অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে। একবার রেজিস্ট্রেশন করলে ভবিষ্যতে পুনরায় রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে না।
রেজিস্ট্রেশন বা জিডি করতে কোনো সমস্যায় পড়লে ২৪ ঘণ্টা চালু থাকা হটলাইন নম্বর ০১৩২০০০১৪২৮-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

