♦বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যশোর জেলা শাখার অধীন শার্শা উপজেলার রামনগর ইউনিয়নের সহ-সভাপতি তবিবুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে এক প্রেস বিজ্ঞপ্তিতে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যশোর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. ওমর ফারুক তাবরেক, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাশার এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ নেওয়াজ ইমরান যৌথভাবে এই সিদ্ধান্ত অনুমোদন করেন। আজ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং তার সঙ্গে সংগঠনের কোনো প্রকার যোগাযোগ না রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।
ছাত্রদল যশোর জেলা শাখার প্রচার সম্পাদক রাজীবুল হক তুহিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই তথ্য দিয়ে চাইলে একটি নিউজ কার্ড বা পোস্টার তৈরি করা যেতে পারে। আপনি কি সেটিও চাচ্ছেন?

