প্রচণ্ড গতির টাইফুন ‘উইফা’ হংকংয়ের দিকে ধেয়ে আসায় শহরজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। রোববার (২০ জুলাই) সকালে হংকং কর্তৃপক্ষ সর্বোচ্চ ঝড় সতর্কতা—লেভেল ১০—জারি করেছে। এরপর থেকেই শুরু হয়েছে দমকা হাওয়া ও টানা ঝড়ো বৃষ্টি।
স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে হংকংয়ের আবহাওয়া বিভাগ এই সতর্কতা জারি করে জানায়, টাইফুনটি ঘণ্টায় ১৬৭ কিলোমিটার গতিবেগে দক্ষিণ হংকংয়ের দিকে ধাবিত হচ্ছে। এটি আবহাওয়া অফিসের অবস্থান থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে অতিক্রম করার আশঙ্কা রয়েছে। ঝড়টির গতিবেগ হারিকেনের মাত্রার সমান বলে জানানো হয়েছে।
ঘূর্ণিঝড়ের কারণে শহরটিতে জনজীবন একপ্রকার স্থবির হয়ে পড়েছে। বাতিল করা হয়েছে ২০০টিরও বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট। ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ জানিয়েছে, ভোর ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হংকং থেকে ছেড়ে যাওয়া ও সেখানে পৌঁছানোর সব ফ্লাইট স্থগিত থাকবে। বন্ধ করে দেওয়া হয়েছে গণপরিবহন, ফেরি ও ট্রেন চলাচল। রাস্তাঘাট ফাঁকা, এবং ঝড়ের দাপটে ভবনগুলো কেঁপে উঠছে বলে জানিয়েছে স্থানীয়রা।
টাইফুন ‘উইফা’ এর আগে ভিয়েতনামের হা লং উপসাগরে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে। শনিবার সেখানকার ঝড়ো আবহাওয়ায় একটি পর্যটকবাহী নৌকা ডুবে গেলে অন্তত ৩৮ জন পর্যটকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় হংকং প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। উদ্ধার তৎপরতা, জরুরি চিকিৎসা সেবা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠে রয়েছে একাধিক সংস্থা। তবে এখনও আশঙ্কা রয়ে গেছে ঝড়ো আবহাওয়ার প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে—যা শহরের অবকাঠামো ও জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলতে পারে।

